আজ অনশনে বসেছেন, নাট্য জগতের ও সংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিরা…… শেখর চক্রবর্তী, দীপাঞ্জন ভট্টাচার্য, শ্রাবণী দত্ত , আশিস দত্ত , গৌতম চক্রবর্তী ,মৌসুমী ভট্টাচার্য, সুস্মিতা সিংহ, সীমা মুখার্জি সহ অন্যান্যরা
অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন নাট্য জগতের ছাড়াও বিভিন্ন অভিনেতা-অভিনেত্রী, শিল্পী ও কলাকুশলীরা।
সকাল থেকেই চলছে এই অনশন মঞ্চে নাটক ,নাচ ,গান, আঁকা ,কবিতা পাঠ এবং তার সাথে সাথে প্রতিদিন রাতে থাকছে উৎপল দত্তর পাঠশালা। যেখানে অভিনয় কর্মশালা ও সেমিনার চলবে বলে জানান।
সারা দেশে যখন তিলোত্তমার বিচারের জন্য ডাক্তাররা অনশনে এবং সাধারণ মানুষ পথে নেমেছেন, কোনভাবেই সরকারের কোন রূপ প্রতিক্রিয়া চোখে পড়ছে না, সকলকে আড়াল করার চেষ্টা করছে এবং দোষীদের পদোন্নতি করছেন, এবং ডাক্তারটা যে বারো দফা দাবী নিয়ে অনশন করছেন তাদের দিকে কোনরকম ভ্রুক্ষেপ না করায়,এবার ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন , যদি সোমবারের মধ্যে সরকার কোন কিছু মেনে না নেয় তাহলে মঙ্গলবার থেকে তারা ধর্মঘটের পদ নেবেন, হাসপাতালে কোনরকম কাজ করবেন না। এদেরী পাশে থাকতে এবং তাদের বোনের বিচার চাইতেই আজ থেকে প্রতিকী অনশন। ন্যায্য বিচারের দাবী নিয়ে।
অনশনকারীরা সংক্ষেপে বলতে গিয়ে বলেন, ডক্টররা সাধারণ মানুষের ভগবান, রাতকে দিন করে ,দিনকে রাত করে, সেবা দিয়ে চলেন, অথচ সেই সেবকদের মধ্য থেকে এরকম একটি নিশংস ঘটনা ঘটায় আমরা স্তম্ভিত, সরকারের পক্ষ থেকে কোনরকম আশার আলো পায়নি এমনকি দোষীদের শাস্তি পর্যন্ত দেয়নি। আজ ডাক্তাররা অনশনে তাদের দাবি নিয়ে,, বাংলায় এর চাইতে বেশি লজ্জা কর কী হতে পারে, যদি ডাক্তাররা ধর্মঘটের পথ নেয়, সাধারণ মানুষ কতটা অসুবিধেই পড়বে এটা জেনে রাখা দরকার।, এমনকি রোগীদের কোন রকম প্রাণহানী ঘটলে তার দায় নেবে কে, এর দায়ী সরকারকেই নিতে হবে বলে জানান।