মো:শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানের লামা উপজেলায় ডিজিটাল ক্যাম্পেইন’২৪ সিজন ২১ উপলক্ষে ওয়ালটন ডাবল মিলিয়ন (বিশ লক্ষ টাকা) অফারের বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলা শহরের পান বাজারস্থ লামা ওয়ালটন প্লাজার সম্মুখ থেকে এক র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
এতে ওয়ালটন লামা শাখার ম্যানেজার নুর মোহাম্মদ, চকরিয়া শাখার ম্যানেজার মোহাম্মদ জুয়েল ও ঈদগাঁও শাখার ম্যানেজার মো. হাসান আলী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক সহ গ্রহকরা অংশ গ্রহণ করেন।
ওয়ালটন লামা শাখার ম্যানেজার নুর মোহাম্মদ বলেন, গত এপ্রিল মাস থেকে লামা শহরের ওয়ালটন প্লাজা যাত্রা শুরু করে। এ শাখা থেকে গ্রাহকরা টিভি, ফ্রিজ, এসি, ওয়াসিং মেশিন সহ সকল ধরনের ইলেকট্রনিক্স পন্য সহজ কিস্তিতে ও নগদ মূল্যে কিনতে পারছে।
আরো জানান, ডিজিটাল ক্যাম্পেইন’২৪ সিজন ২১ উপলক্ষে আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ইং পর্যন্ত ওয়ালটনের পন্য কিনে অফারে ২০ লক্ষ টাকা সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।