আলফাঙ্গায় প্রাথমিক শিক্ষকদের ৯ম এবং ১০ম গ্রেডে বেতন নির্ধারনের দাবিতে মানববন্ধন
শতভাগ বিভাগীয় পদোন্নতিসহ সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন নির্ধারন করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে আলফাডাঙ্গা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমন্বয় পরিষদ আলফাডাঙ্গা উপজেলার আয়োজনে ২ অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকঠ স্মারকলিপি প্রদান করেন।
উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিহাবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শমসের উদ্দিন টিটোর সঞ্চালনায় মানববন্দনে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা: জেসমিন আরা সুলতানা, কামারগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, শিরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাফিল হোসেন, চর খোলাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন, বোয়ালমারী প্রঃ শিঃ সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, সহ শিঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।