ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া বাস স্টেশন থেকে যাত্রী ভেসে নগরকান্দা বাজারে গিয়ে ভ্যান চুরি করে নিয়ে যাওয়া চোর অবশেষে জনতার হাতে ধরা পড়েন। ২৩ সেপ্টেম্বর ভ্যান গাড়ি চুরি করে নিয়ে যাওয়ার সময় সিসি ক্যামেরায় ধারন কৃত ফুটেজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার প্রকাশ হয়।
৩০ সেপ্টেম্বর সোমবার সকালে সেই চোর স্ত্রী ও সন্তান নিয়ে ভবুকদিয়া বাস স্ট্যান্ড দিয়ে ভ্যানগাড়ী চালিয়ে যাওয়া সময় চুরি করে নিয়ে যাওয়া ভ্যান গাড়ীর মালিক সামিউল মুন্সি চোর চক্রদের চিনে ফেলে এবং ভ্যান চোর ভ্যান চোর বলে তাদের পিছু নেয় অবশেষে স্হানীয় লোকজন মোটরসাইকেল চালিয়ে ভ্যান চোর চক্রদের ধরতে সক্ষম হয়।স্হানীয় জনতা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করে।
চোরের বাড়ি ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মৃধা কান্দা গ্রামর মিজানুরের ছেলে শাহীন ও সালথা উপজেলার জয় ঝাপ গ্রামের অজিত মোল্লার মেয়ে আকলিমা তারা দুই জন স্বামী – স্ত্রী বলে জানান। চোর শাহীন মোল্লা বলেন আমার সন্তানের চিকিৎসা করানোর টাকার প্রয়োজন হওয়ায় ভ্যান চুরি করে বিক্রি করে দিয়েছি। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী বলেন, স্হানীয় লোকজন যে দুই জনকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে তাদের সব বিষয় ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্হা নেওয়া হবে।