বেতন-ভাতা বৃদ্ধি ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় বেশ কয়েকটি কারখানায় আবারও বিক্ষোভ করেছে শ্রমিকরা। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে জিরাবো ও কাঠগড়া এলাকায় বিক্ষোভ করে তারা। এসময় ওই এলাকার অন্তত আরও ১০ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব-পুলিশ, বিজিবিসহ সেনাবাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আশুলিয়ার ২৭ কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।
যার মধ্যে ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও বাকি ১৬ কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এছাড়া বাকি কারখানায় সকাল থেকে শ্রমিকরা কাজ করছেন।আশুলিয়া শিল্প পুলিশ-১ এর এসপি সারোয়ার আলম বলেন, সকাল থেকে শিল্পাঞ্চলের প্রায় সব কারখানাতে উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে ১১ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও ১৬টিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।