নগরকান্দায় ফুলসুতি ইউনিয়ন উপসহকারী ভূমি মানোয়ার হোসেন প্রামানিক ভূমি সেবার নামে তার বিরুদ্ধে সুবিধা ভোগীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মিউটিশন বানিজ্য, খাজনা – দাখিলা করিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নেয়া সহ টাকা ছাড়া কোন কাজই করেন না দায়িত্ব থাকা ইউনিয়ন উপসহকারী ভূমি মোঃ মানোয়ার প্রামানিক। ভুক্তভোগীদের এক জন সলিথা গ্রামের সালাম মোল্লার ছেলে মাহাতাব মোল্লা বলেন জমির মিউটিশন করার জন্য ১০ হাজার টাকা দিয়েছি কয়েক মাস হয় এখনো কাজ করে দেয়নি।
মানোয়ার হোসেন প্রামানিক ১৯৯৯ সালে চাকরিতে যোগদান করেন এবং ২০১৩ সালে ইউনিয়ন উপসহকারী ভূমি হিসাবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার ডুমরাকান্দি গ্রামে।তার পিতার নাম মৃত আলম প্রামানিক। প্রায় দুই বছর ধরে ইউনিয়ন উপসহকারী ভূমি (ভারপ্রাপ্ত) হিসাবে দায়িত্ব পালন করছেন। সুবিধা ভোগীদের সাথে অসুভ আচরণ করেন বলে ভূমি অফিসে সেবা নিতে আসা লোকজন অনেকেই বলেন। নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন, এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পাইলে তদন্ত করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।