আলফাডাঙ্গায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ
নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ এনে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে আলফাডাঙ্গা সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীরা।
১২ সেপ্টেম্বর বেলা ১১টায় পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় ডাঃ নাজমুল হাসানের বিরুদ্ধে পদত্যাগের ১ দফা দাবীতে বিভিন্ন শ্লোগান দেন ছাত্র ছাত্রীরা। শিক্ষার্থীরা ডাঃ নাজমুলের অসংখ্য অনিয়ম দূর্নীতি তুলে ধরে বক্তব্য দেয়।
শিক্ষার্থীদের ধারাবাহিক বিক্ষোভের মুখে ডাঃ নাজমুলের গতকাল রাতে থেকেি ৭ দিনের ছুটির আবেদন করে হাসাপাতাল ছাড়েছেন বলে জানা গেছে । এ বিষয়ে জানতে চেয়ে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল হাসানকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।