1. admin@dainikgonosongbad.com : admin : Dr. Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : Golam Azom Monir : Golam Azom Monir
  3. sabuj24news@gmail.com : G m Sabuj : G m Sabuj
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভালুকা উপজেলা শিক্ষক সমিতি এি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ঢাকা সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালুর নির্দেশনা নারীরা স্বামীর আনুগত্য করা ওয়াজিব, অবাধ্য হওয়া হারাম, মাওলানা এম এ মোহাম্মদ উল্লাহ রিয়াদ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন-রুহুল কবির রিজভী হিলফুল ফুজুল ছাত্র ফাউন্ডেশন এর সার্বিক ব্যবস্থাপনায় আইসিটি অ্যান্ড অনলাইন লার্নিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কেন্দুয়া আট পাড়ার নয়নের মনি নাজমুল হাসানের শুভ জন্মদিন উদযাপন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি–জাতীয় উন্নয়নের একটি ঐতিহাসিক রূপরেখা গফরগাঁওয়ে ড্রাম টাক ও অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত১ আহত ৩ সাতক্ষীরার শ্যামনগরে ‘ভাব’-কম্পিউটার বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ ২৫শে ডিসেম্বর বড়দিনের ছুটিতে, কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থানে জনজোয়ার, মানুষের ঢল

গোপালগঞ্জ পৌরসভার মধ্যে তিনটি জেলা বিএনপি’র কার্যালয়

দৈনিক গণসংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পঠিত

প্রতিনিধি, কাজী মাহমুদ: গোপালগঞ্জ শহরের পৌরসভার মধ্যে তিনটি জেলা বিএনপির কার্যালয়ের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ বিএনপির ত্রিমুখী কোন্দলের কারণে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়।

প্রথম জেলা বিএনপি’র কার্যালয়ের নেতৃত্বে রয়েছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খান মঞ্জু ও বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মেজর অবসর অহিদুল হক মোল্লা সহ সাবেক ও বর্তমান জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।

দ্বিতীয় জেলা বিএনপি কার্যালয়ের নেতৃত্বে রয়েছেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির পদত্যাগকারী সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।

তৃতীয় জেলা বিএনপি’র কার্যালয়ে নেতৃত্বে রয়েছেন বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক শরীফ রফিকুজ্জামান সহ বিএনপি’র সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে এম এইচ খান মঞ্জু সাংবাদিকদের বলেন, দীর্ঘ ১৬বছর আওয়ামী সরকারের দুশ্বাসনের কারণে দলের কোন কার্যক্রম ঠিকমতো করতে পারিনি, তবে হাল ছেড়ে দেইনি। তাই ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর শহরের লঞ্চঘাট বঙ্গবন্ধু সড়কে আমার নিজস্ব ভবনে আগে যেহেতু জেলা বিএনপির কার্যালয় ছিলো- সেই সুবাদে ওখানে আমি জেলা বিএনপির কার্যালয়ের নতুন সাইন বোর্ড লাগিয়ে দলীয় কার্যক্রম পরিচালনা করছি। এখন যেহেতু আওয়ামী সরকার পতনের প্রায় পাঁচ মাস পরে এসে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃত্বে একটি জেলা বিএনপির কার্যালয় করা হয়েছে। আমি ওই জেলা কার্যালয়কে সমর্থন করলাম। আমি বর্তমান আহবায়ক কমিটির রানিং সদস্য এবং সাবেক জেলা বিএনপির সভাপতি তাই আমার ওই ভবনকে আমি দলীয় কার্যক্রম করার জন্য ব্যক্তিগত কার্যালয় ঘোষণা করলাম। এছাড়া আমি এবার দল থেকে মনোনয়ন প্রত্যাশী, তারপরও দল যাকে মনোনয়ন দেবে আমি তার হয়েই কাজ করবো। এবং জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের আমার কার্যালয়ে আসার আহ্বান করছি।

এরপর সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আওয়ামী সরকারের পতনের পর গোপালগঞ্জে যে কয়টা বিএনপি কার্যালয় হয়েছে, আমি মনে করি সবই বিএনপি’র দলীয় কার্যালয়। আর যারা বেশি ফালাফালি করতেছে তাদের পরিবারের মধ্য এক ভাই আওয়ামী লীগ আরেক ভাই বিএনপি, আমার বেলায় তা কিন্তু নয়। দল যাকে গোপালগঞ্জ জেলার সভাপতি- সেক্রেটারি এবং মনোনয়ন দিবেন আমি তার হয়ে কাজ করব দলকে আরো বেগবান করার লক্ষ্যে।

জেলা বিএনপি’র আহবায়ক শরিফ রফিকুজ্জামান বলেন, আমাদের বিএনপি’র নিজস্ব কোন ভবন না থাকায় আমার নিজের বাসায় এতদিন জেলা বিএনপির রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতাম। এখন শহরের বড়বাজারের দ্বিতীয় তলায় ঘর ভাড়া নিয়ে জেলা বিএনপি’র কার্যালয়ের শুভ উদ্বোধন করছি। এখন থেকে জেলা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ওখানেই হবে। আর যেহেতু জেলা বিএনপি’র নতুন কার্যালয়কে এম এইচ খান মঞ্জু সমর্থন করছে। আমরাও তাকে ধন্যবাদ জানাই।
২০১৯ সালে জেলা বিএনপি’র কমিটি বিলুপ্ত করে আহবায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি। এরপর থেকে আহবায়ক কমিটি দিয়েই চলছে গোপালগঞ্জ জেলা বিএনপি’র রাজনৈতিক কর্মকান্ড।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর