শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : মাদক মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেয়ার মিশন সাতক্ষীরার দেবহাটার শাখার আয়োজনে শনিবার ২১ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা দেবহাটা থানাধীন পুষ্পকাটি ভাটার মাঠ প্রাঙ্গনে মাদক বিরুদ্ধে জনসচেতন করার লক্ষ্যে মাদক বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আসাদুজ্জামান,উপজেলা নির্বাহী অফিসার,দেবহাটা, মুফতি মুহাদ্দিস ডাঃ রবিউল বাশার, কেন্দ্রীয় শুরা সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী, মাহাবুবুল আলম, সহকারী সেক্রেটারি,বাংলাদেশ জামায়াত ইসলামী, সাতক্ষীরা, শেখ সিরাজুল ইসলাম, আহবায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল,দেবহাটা শাখা এবং বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।