স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসন: টাঙ্গাইলের ধনবাড়ীর মাদক সম্রাট জাহাঙ্গীরের বাবা মাকে নিজ বাড়ি থেকে ইয়াবা সহ গ্রেফতার করে টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ধনবাড়ী থানা পুলিশ । অনেক দিন যাবত ধনবাড়ী পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিপুর গ্রামের জাহাঙ্গীরের বিরুদ্ধে ইয়াবা সহ বিভিন্ন মাদকদ্রব্য বেচাবিক্রির অভিযোগ করে আসছেন স্হানীয় জনগণ । স্হানীয় জনগণ জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন । কিন্তু জাহাঙ্গীর বরাবরই ধরা ছোঁয়ার বাইরে ছিল ।
বিষয়টি ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ধনবাড়ী থানায় যোগদানের পরপরই গুরুত্ব সহকারে নিয়ে থানার এস আই এবং এ এস আইদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন জাহাঙ্গীরের মাদক আস্তানা আইনগত ভাবে বন্ধ করার জন্য । এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ১২:৪৫ ঘটিকায় অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহর নেতৃত্বে এস আই আলমাস,এস আই শ্রীজীব এবং এস আই মনোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে জাহাঙ্গীরের বাড়িতে অভিযান পরিচালনা করেন । এসময় জাহাঙ্গীরের বাবা মোঃ জুলহাস (৫২) পিতা – সাহেদ আলী এর কাছে ৫ পিছ ইয়াবা এবং জাহাঙ্গীরের মাতা মোছাঃ জাহানারা (৪৮) , স্বামী – মোঃ জুলহাস এর কাছে ১৫ পিছ ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে পাওয়া যায় । উভয়কে ইয়াবাসহ গ্রেফতার করে থানায় আনা হয়েছে । পুলিশ বাদী হয়ে উভয়ের নামে মামলা দায়ের করে যা ধনবাড়ী থানার এফ আই আর নং ০৮ , তারিখ: ২১/২/২০২৪ খ্রি. ধারা ৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ; এবং টাঙ্গাইল জেলা বিজ্ঞ আদালতে সকালে প্রেরণ করেন।