ঢাকা সাভার আশুলিয়ায় ইনক্রিমেন্ট বাড়ানোর দাবি : ২৫ কারখানায় উৎপাদন বন্ধ
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা : সরকার ঘোষিত বাৎসরিক ৪ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে ১৫ শতাংশ বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো আশুলিয়ায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।
এ ঘটনায় আজও অন্তত ২৫টি পোশাক কারখানায় বন্ধ রয়েছে উৎপাদন কার্যক্রম। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পর্যায়ক্রমে এসব কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। এসব কারখানার মধ্যে অধিকাংশ কারখানায় গত তিন দিন ধরে উৎপাদন বন্ধ রয়েছে। শিল্প পুলিশ জানায়, শ্রমিকরা ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করছেন। তবে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছেন না। পুলিশ সবার সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য কাজ করছে।
কারখানার মালিকরা জানান, ইনক্রিমেন্ট বাড়ানোর দাবিতে দুপুর ১টা পর্যন্ত আশুলিয়ায় অন্তত ১৪টি কারখানার শ্রমিকরা এলেও কাজ না করে চলে গেছেন। এছাড়া শ্রম আইন ২০০৬ সালের ১৩ (১) ধারায় ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। অপরদিকে পাঁচটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এর সংখ্যা আরও বাড়তে পারে। মালিকপক্ষ জানায়, বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় নাসা গ্রুপ, ট্রাউজার লাইন ও আল মুসলিমসহ ছয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সাধারণ ছুটিতে থাকা কারখানাগুলোর মধ্যে রয়েছে নিউ এইজ গার্মেন্টস, নিউ এইজ অ্যাপারেলস, মেডলার অ্যাপারেলসসহ ব্যান্ডো ডিজাইন। এছাড়া নিট এশিয়া লিমিটেড, নেক্সট কালেকশন লিমিটেড, ডেকো ডিজাইন লিমিটেড, শারমীন ফ্যাশন, শারমীন অ্যাপারেলস, ইথিকাল গার্মেন্টস, আগামী ফ্যাশন, ক্রসওয়্যার, ফ্যাশন ফোরাম, মুন রেডিওয়্যার লিমিটেডসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় এলেও কাজ না করে চলে গেছেন। শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ১৩টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখেছেন। এর মধ্যে ১০টি কারখানা কর্তৃপক্ষ আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। প্রসঙ্গত, একই দাবিতে গত বুধবার (১১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল ১৯টি কারখানা। এছাড়া ১৫ থেকে ১৬টি কারখানার শ্রমিকরা এলে কাজ না করে চলে গেছেন।