বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তিন অঙ্গসংগঠনের ঢাকা টু আগরতলা লংমার্চ শুরু
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: বুধবার ১১ ই ডিসেম্বর ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আখাউড়া অভিমুখে চলছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চ।সকাল ৯টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় লংমার্চ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। লংমার্চ ঢাকা থেকে যাত্রা শুরু করে নরসিংদীর উপর দিয়ে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা করা অনুষ্ঠিত হবে।সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে সমাবেশ সমাপনী করে লংমার্চ কর্মসূচি শেষ করবে।