1. admin@dainikgonosongbad.com : admin : Dr. Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : Golam Azom Monir : Golam Azom Monir
  3. sabuj24news@gmail.com : G m Sabuj : G m Sabuj
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারনা জরিমানা ১০ হাজার টাকা ঢাকা সাভারে নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত হলো ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতায় রেঞ্জ ডিআইজি টঙ্গী ইজতেমায় হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত ঢাকা সাভার আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে ডাকাতি, লক্ষাধিক টাকা লুট

ঢাকা সাভার চুরির অপবাদ দিয়ে কিশোরকে পেটানোর অভিযোগ

দৈনিক গণসংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ৩২ বার পঠিত

ঢাকা সাভার চুরির অপবাদ দিয়ে কিশোরকে পেটানোর অভিযোগ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা: আশুলিয়ায় চুরির অপবাদ দিয়ে জুয়েল (১৬) নামের কর্মচারীকে বেধরক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করে ঘটনার দুই সপ্তাহ পরও কোন প্রতিকার পায়নি জুয়েল। ভুক্তভোগী কিশোর জুয়েল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বুড়িপাড়া এলাকার কুরজুত আলীর ছেলে। অপরদিকে অভিযুক্ত দোকানদার কাশেম সরকার একই এলাকার মোহাম্মদ আলী সরকারের ছেলে। ভুক্তভোগী জুয়েল জানায়, সে ৪ মাস ধরে কাজল ইলেকট্রনিক্স নামের ওই দোকানে কাজ করে প্রতিদিনের মাল বিক্রির টাকা ক্যাশে রেখে দিত। গত ৭ ই নভেম্বর এক হাজার টাকার মাল বিক্রি করে সেই টাকাও ক্যাশে রেখে দেয়।

তবে মালিকের হিসাবে টাকার গড়মিল মনে হওয়ায় তাকে চোর অপবাদ দিলে বাধ্য হয়ে গরমিল হওয়া টাকা বাসা থেকে এনে পরিশোধ করতে চায়। তবুও মালিক কাশেম সরকার তাকে গলা টিপে ধরে রাস্তায় ফেলে দিয়ে কারেন্টের মোটা তার দিয়ে পিটিয়ে সারা শরীর জখম করে। এ সময় পাশের দোকানদাররা প্রতিবাদ করলে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করে। ভুক্তভোগীর বাবা কুরজুত আলী বলেন, আমার ছেলেকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পিটিয়েছে কাশেম সরকার। তার ডাক-চিৎকারে পাশের লোকজন এসে ছেলেকে উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করে। এঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আমি এই ঘটনার বিচার চাই। নাম প্রকাশে অনিচ্ছুক পাশের এক দোকানী বলেন, ছেলেটাকে যেভাবে পেটানো হয়েছে বিষয়টি খুবই অমানবিক। মারধরের সময় আমরা আশপাশের লোকজন এসে ছেলেটিকে উদ্ধার করি। এবিষেয় অভিযুক্ত কাশেম সরকার বলেন, সেই দিন দোকানের এক হাজার টাকা না পেয়ে তাকে চড় থাপ্পড় দেই। আমি তো তাকে মারি নাই, একটু শাসন করেছি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল বলেন, অভিযোগের কপি দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর