ময়মনসিংহের হালুয়াঘাট মোবাইল কোট অভিযান পরিচালিত
মকবুল হোসেন ময়মনসিংহে জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ও ময়মনসিংহ বি এস টি আই সহযোগিতা মোবাইল কোট অভিযান পরিচালিত হয়। আজ ২০ নভেম্বর বুধবার উপজেলার ধারা ও নাগলা বাজারে এই মোবাইল কোট অভিযান পরিচালিত হয়।
এ সময় পেট্রোলপাম্পসমুহেে মোবাইল টিম অভিযান চালিয়ে প্রদেয় ওজন পরীক্ষা করা হয়।ধারা বাজারের স্বর্ণের দোকান সমূহে পরিমাপ যন্ত্র পরীক্ষা কালে অনুমোদনহীন পাওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ধারা বাজারস্হিত একটি অনুমোদনহীন বেকারিতে অভিযান চালিয়ে মানহীন ও অনুমোদনহীন পণ্য উৎপাদনের অভিযোগে অর্থদণ্ড করা হয়।এ অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন হালুয়াঘাট থানা পুলিশের বিশেষ দল। জনস্বার্থে এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানান।