আলফাডাঙ্গায় শেখ হাসিনার বিচারের দাবিতে কৃষকদলের জনসভা
গোলাম আজম মনিরঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় শেখ হাসিনার বিচারের দাবিতে জনসভা করেছে উপজেলা কৃষকদল। ১৮ নভেম্বর সোমবার বিকাল ৪টায় আলফাডাঙ্গা প্রেসক্লাব চত্বরে আলফাডাঙ্গা উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাদী জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব নূর জামাল খসরুর সঞ্চালনায় এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরিদপুর ১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ সিরাজুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মান্নান আব্বাস,পৌর বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রিপন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিয়া মোঃ আকরামুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম বলেন শেখ হাসিনাকে যারা অবৈধভাবে ক্ষমতায় রাখতে সহায়তা করেছেন তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচার করতে অন্তবর্তী কালীন সরকারের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনো হয়ে গেছে তাদেরকেও দ্রুত বিচারের আওতায় আনতে হবে। জন সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক বাশারুল বারী, সদস্য সচিব ইস্রাফিল মোল্যা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শাহিন মোল্লা, যুগ্ম আহবায়ক নেয়ামত পারভেজ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরব আলী, আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, নজরল ইসলাম, যুবদল নেতা লিয়াকত বিশ্বাস প্রমুখ। জনসমাবেশে আলফাডাঙ্গা উপজেলা সহ পার্শ্ববর্তী এলাকার নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা উপস্থিত ছিলেন।