বিশেষ প্রতিনিধিঃ আদালতে আওয়ামী লীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য বাদী উপজেলা বিএনপির সদস্য সচিব নুর জামাল খসরুকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এ নিয়ে ঐ বিএনপি নেতা নিরাপত্তাহীনতায় থানায় সাধারণ ডাইরি করছেন।
ডাইরিতে তিনি উল্লেখ করেন, গত ১৩/০৮/২০২৪ইং তারিখে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের দস্যুরা অস্ত্র মিছিল করিলে আমি ফরিদপুর দ্রুত বিচার ট্রাবুনাল আদালতে একটি মামলা দায়ের করি। এতে ক্ষিপ্ত হয়ে গত ৫ নভেম্বর দুপুর ২টার দিকে আলফাডাঙ্গা বাজারে রিনিয়ার চায়ের দোকানে আমাকে একা পাইয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আঃ মালেক মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা আবুল হাসান মিয়াসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদান করে। তাছাড়া মামলা তুলে না নিলে আমাকে খুন করে লাশ মধুমতি নদীতে ভাসিয়ে দিবে মর্মে হুমকি দেয়। তখন আমার শোরচিৎকারে আশে পাশে থাকা লোকজন আগাইয়া আসিলে বিবাদী তার লোকজন নিয়ে চলিয়া যায়। বর্তমানে বিবাদীদের ভয়ে আমি ও আমার পক্ষীয় লোকজন নিরাপত্তাহীনতায় ভূগিতেছি এবং নিরাপদে চলাফেরা করিতে পারছি না। বিবাদীদের চলাফেরা ও কথাবার্তায় আমার ধারণা হয় বিবাদীগন যে কোন সময় আমার জানমালের ক্ষতি, আর্থিক ক্ষতি, জানমালের ক্ষতি ও মান সম্মান নষ্ট করিতে পারে। তাছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানী করিতে পারে। এআশংকায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেন।