শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ উপজেলার সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং সুধীজনদের সাথে এক মতবিনিময় সভা করেন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার ডা.সঞ্জীব দাশ এর সভাপতিত্বে এই সভার মূল উদ্দেশ্য ছিল উপজেলার সার্বিক সমস্যা, উন্নয়ন পরিকল্পনা এবং জনসেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা।
সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শ্যামনগর-কালিগঞ্জ এলাকায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুশফিক, সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জামায়াতনেতা গাজী নজরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, সেক্রেটারী এস, এম, মোস্তফা কামাল, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম, শ্যামনগর সদরের সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু, শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুর রহমান, জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলার আমীর মাওলানা আব্দুর রহমান, মুন্সীগঞ্জ কলেজের অধ্যক্ষ মোস্তফা আব্দুল হামিদ এবং পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সেক্রেটারী কৃষ্ণপদ মন্ডল, হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিষ্ণুপদ মন্ডল প্রমূখ। উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের পরিবেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
জনসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন উপস্থিত অতিথিরা। জেলা প্রশাসক মোস্তক আহমেদ এইসব সমস্যার সমাধানে গুরুত্ব দেন এবং প্রতিটি সমস্যার জন্য তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন। তিনি আরও জানান, শ্যামনগরের সার্বিক উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে। উপজেলার শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক এবং অন্যান্য পেশাজীবী প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ও সমস্যাগুলি তুলে ধরেন। এই মতবিনিময় সভায় সকল অংশগ্রহণকারীর মতামত গ্রহণ করে সেগুলোর বাস্তবায়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।