মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার পোড়াদিয়া বাজারের সরকারি জায়গা দখল করে ঘর উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা বকুল ও সাবেক ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি সিদ্দিক মাতুব্বর। ২ অক্টোবর বাজারে গিয়ে দেখা যায় মাছ বাজারের একাংশ দখল করে পাকা দোকান ঘর উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা বকুল মাতুব্বর ও বাজার মসজিদ সংলগ্ন বটতলায় পাকা ঘর উত্তোলন করছে সাবেক ইউনিয়ন কৃষক লীগের সহ সভাপতি সিদ্দিক মাতুব্বর। দখলকারী দুইজনের বাড়ি কাইচাইল ইউনিয়ন এর পোড়াদিয়া বালিয়া গ্রামো।দখলদাররা স্হানীয় ক্ষমতা থাকায় দোকান ঘর উত্তোলন করছে বলে বাজারেলোকজন জানান।
এবিষয়ে দখলদারিদের সাথে কথা হলে তারা বলেন সরকারি জায়গা বাজার কমিটির লীজে ঘর উত্তোলন করেছি কিন্তু সরকারি কোন কাগজপত্র নেই। এবিষয়ে নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ বলেন বাজারের সরকারি জায়গা দখল করে ঘর উত্তোলন করছে বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারি ঘটনা স্থলে গিয়ে তদন্ত করে দখলকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।