শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক কর্মকর্তা সিনিয়র সদস্য সেলিম রেজা আর নেই শনিবার ( ০২ নভেম্বর ২০২৪ ) বেলা ৩ টার দিকে সুলতান পুর নিজের বাড়িতে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে ( ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যু কালে তিনি পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কালিগঞ্জ অনলাইন নিউজ ক্লাব কালিগঞ্জ সাংবাদিক সমিতি এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সৎ ও নির্ভীক সাংবাদিক কালিগঞ্জ অনলাইন নিউজ ক্লাব এবং কালিগঞ্জ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফারুক হোসেন।