মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় এই প্রথম ফাইটার্স হোপ থিম পার্ক এন্ড ফাইটার্স হোপ লেক রিসোর্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বিকালে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়ন এর কোদালিয়া গ্রামে মেজর (অবসরপ্রাপ্ত) হায়দার এর বাড়িতে ফাইটার্স হোপ থিম পার্ক এন্ড ফাইটার্স হোপ লেক রিসোর্ট এর শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত জনসাধারণের সামনে আনুষ্ঠানিক ভাবে ফাইটার্স হোপ থিম পার্ক এন্ড ফাইটার্স হোপ লেক রিসোর্ট এর শুভ উদ্বোধন করেন মেজর( অবসরপ্রাপ্ত) হায়দার।
মেজর(অবসরপ্রাপ্ত) হায়দার বলেন,চাকরির অবসরে আমার এলাকায় বিনোদনের জন্য একটা স্পোর্ট করার। আজ উদ্বোধনের মধ্য দিয়ে সেই ইচ্ছা পূরণ হল। বিনোদনের জন্যই আমার এই উদ্যোগ।