বহুবার মনে মনে মন কলা খেয়েছি
ফুল হাতে অনেক বার রাস্তায় দাঁড়িয়েছি
বৃষ্টিতে ভিজেছি, রৌদ্রে শুকিয়েছি, এমন কি হাটু গেড়ে বসেও থেকেছি
তোমাকে বলবো বলে।
অথচ আজও বলা হলোনা এই ছোট্ট কথাটি
আমি তোমাকে ভালোবাসি।
আমি সত্যিই কি ভিতু, নাকি লাজুক পুরুষ
নাকি সে অন্য কাউকে ভালোবাসে
আমার দিকে ফিরেও তাকায়না
নাকি কুৎসিত কদর্য বলে
আমাকে অবহেলায় ডাস্টবিনে ফেলে
উগ্র আধুনিক সমাজের বয় ফ্রেন্ড নিয়ে
জাস্ট এনজয়ের নামে সব উজার করে দিচ্ছে।
আমি বাঁশের বাঁশি, আমি বিষের বাঁশি
আমি সুরের বাঁশি, আমি প্রেমের বাঁশি
আমার সুরে পাগল হয়ে কেউ ঘর ছাড়ে
আবার কর্কষ ভাষায় কেউ গালি দেয়
আমার মায়াবী সুরে কারও ঘর ভাঙে
আবার কেউ প্রেমে পড়ে ঘর ছাড়ে।
সবাই আমাকে অভিশাপ দেয়
অথচ আমি নির্দোষ, আমার কোন দুষ নাই
কারন আমি নিজে বাজতে পারিনা
আমাকে বাজায় অন্য কোন একজন
তার ইচ্ছাতেই বাজে সকল সুর।