কোটালীপাড়া প্রতিনিধি: দেশের বহুল প্রচলিত স্বনামধন্য জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হল গোপালগঞ্জের কোটালীপাড়ায়। মঙ্গলবার বেলা ৩ টায় কোটালীপাড়া উপজেলা হলরুম লাল শাপলায় কেক কাটার মধ্য দিয়ে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়।
দৈনিক কাল বেলা পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনী আহমেদ এর সভাপতিত্বে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতিক দত্ত, থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মাহাবুব সুলতান, কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আলি (রানা), কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি কামরুল ইসলাম (রানা) উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। এ সময় কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের নাবিলা খান, অংকন তালুকদার সহ কোটালীপাড়া উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশের পাঠকদের মন জয় করতে সক্ষম হয়েছে। কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনী আহমেদ কোটালীপাড়ায় সকলের সহযোগিতা নিয়ে যেন সুন্দরভাবে কালবেলা পত্রিকার মান অক্ষুন্ন রেখে কাজ করে যেতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করছি।
সেই সাথে কালবেলা পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ও কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি সহ সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।