1. admin@dainikgonosongbad.com : admin : Dr. Md Shahin Molla
  2. g.a.monir87@gmail.com : Golam Azom Monir : Golam Azom Monir
  3. sabuj24news@gmail.com : G m Sabuj : G m Sabuj
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ কাশিয়ানীতে চিকিৎসার নামে প্রতারনা জরিমানা ১০ হাজার টাকা ঢাকা সাভারে নিখোঁজের চার দিন পর নদীতে ভেসে উঠলো যুবকের মরদেহ ক্রন্দসী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত হলো ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতায় রেঞ্জ ডিআইজি টঙ্গী ইজতেমায় হত্যার প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরায় সাংবাদিকদের উপর হামলা এবং ডিসি কর্তৃক গালাগাল করার প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহের বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা ও নবাগত পুলিশ সুপারকে বরণ অনুষ্ঠান সাতক্ষীরার দেবহাটায় মাদক বিরোধী সাইকেল র‌্যালি অনুষ্ঠিত ঢাকা সাভার আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে ডাকাতি, লক্ষাধিক টাকা লুট

ময়মনসিংহ রেঞ্জের মাসিক এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

দৈনিক গণসংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬০ বার পঠিত

ময়মনসিংহ রেঞ্জের মাসিক এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর/২০২৪ মাসের মাসিক ও ৩য় ত্রৈমাসিক (জুলাই- সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মো: আশরাফুর রহমান।

ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ,খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ অত্রাফিস ও শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার,পিবিআই ময়মনসিংহ; পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ; পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ; রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার/ ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি, সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।

এসময় সেপ্টেম্বর/২৪ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয়। পুরস্কার প্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ, এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম; পুলিশ পরিদর্শক(নিঃ), মোঃ শফিকুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; পুলিশ পরিদর্শক (নিঃ), জনাব মির্জা মাজহারুল আনোয়ার, অফিসার ইনচার্জ, গৌরীপুর থানা, এসআই(নিঃ), মোঃ আনোয়ার হোসেন ও এসআই(নিঃ), মোঃ ইকবাল হোসেন পিপিএম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, গৌরীপুর থানা, ময়মনসিংহ।

এর আগে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের নবনির্মিত কনফারেন্স কক্ষের শুভ উদ্বোধন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর