নিজস্ব প্রতিবেদক : “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে ২২ অক্টবর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে র্যালি, আলোচনা সভা ও হাতধোঁয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াছমিন। জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মতিয়ার রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, সমবায় কর্মকর্তা এম এম ওয়াহিদুজ্জামান, একাডেমিক সুপারভাইজার আশরাফুল ইসলাম।
দিবসটি উপলক্ষে হাতধোয়া প্রদর্শনীতে আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।