ফরিদপুরের আলফাডাঙ্গা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সদ্য পদ স্থগিত) শামা ওবায়েদ রিংকুর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও তার সহযোগী সংগঠন।
২১ সেপ্টেম্বর শনিবার বিকেলে হাসপাতাল রোডে অবস্থিত বিএনপির একাংশের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপির কার্যালয়ে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা ছাত্রদলের সহসভাপতি এ্যাড: হেমায়েত হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোলাম কুদ্দুস শেখ, উপজেলা স্বেচ্ছাসেবদলের আহ্বায়ক ডা: আজিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, পৌর যুব দলের আহ্বায়ক মিজানুর রহমান উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মিলন।
সমাবেশে বক্তারা বলেন, আলফাডাঙ্গাসহ তথা গোটা ফরিদপুর অঞ্চলের বিএনপির কার্যক্রমকে দুর্বল করতে একটি কুচক্রি মহলের ইন্ধনে শামা ওবায়েদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামে শামা বিএনপির নেত্রী শামা ওবায়েদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। স্বৈরাচারের পতনের পর আজ সেই নেত্রীর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করা তাকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। আমরা দ্রুত এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।