আলফাডাঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আইযুব হোসেনের বিরুদ্ধে অর্থআত্মসাত, শিক্ষার্থীদের সাথে অশ্লীল আচারণ সহ ৯টা অভিযোগ এনে তার পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পযর্ন্ত বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা দেন এবং তার পদত্যাগ দাবীতে শ্লোগান দেন শিক্ষার্থীরা। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র শৌরভ খান, ইয়াসিন ফকির,হায়াতুল শেখ বক্তব্য বলেন, প্রধান শিক্ষক মো: আইযুব হোসেন আমাদের সাথে খারাপ আচারণসহ বিদ্যালয়ের অর্থআত্মসাত, দুনীতি, বিদ্যালয়ের নাম পরিবর্তন এবং বিভিন্ন অনিয়মে করেছেন। তারা আরও বলেন, অবিলম্বে স্যারকে অপসারণ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান করায় যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ এর নিকট প্রধান শিক্ষকের পদত্যাগসহ ৯ দফা দাবী তুলে ধরেন। বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য গোলাম কুদ্দুস শেখ বলেন, প্রধান শিক্ষক যোগদানের শুরু থেকে অর্থআত্মসাত ও বিভিন্ন অনিয়মের সাথে জড়িত, বিদ্যালয়ের সাবেক সভাপতি ঢাকায় অবস্থান করায় প্রধান শিক্ষক এ ধরণের দুনীতি করছে। আমি তার পদত্যাগ দাবী করছি।
বিদ্যালয়েন প্রতিষ্ঠা সদস্য নাঈম মিয়ার ছেলে আবু মমেন মামুন জানান, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থআত্মসাত, দুনীতিবাজ ও বিভিন্ন অনিয়মের সাথে জড়িত আমি এবং এলাকার অভিভাবকগণ তার অপসারণের দাবী করছি।
অভিযুক্ত প্রধান শিক্ষক আইযুব হোসেন জানান, আমার বিরুদ্ধে একটি মহল শিক্ষার্থীদের দিয়ে এগুলো মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে। আমি নির্বাহী অফিসারকে বিষয়টি জানিয়েছি।