প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৭:৪০ অপরাহ্ণ
সাভার ও আশুলিয়া আজও ৫১টি কারখানা বন্ধ বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ
সাভার ও আশুলিয়া আজও ৫১টি কারখানা বন্ধ বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ
সাভার ও আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ নানা দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি পালন করছেন বিভিন্ন কারখানার পোশাকশ্রমিকরা। ওই এলাকায় আজ ৫১টি কারখানার কাজ বন্ধ রয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-নবীনগর মহাসড়কের নরসিংহপুর এলাকায় জেনারেশন নেক্সট নামে একটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক সড়ক অবরোধ করেন। সেখানে যোগ দেন আশপাশের আরও কারখানার শ্রমিকেরা।
এদিকে হামিম, শারমিন, নাসা ও আল মুসলিমসহ ৪৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আটটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিলেও পরে কারখানাগুলোতে আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.