সাভারে ও আশুলিয়ায় অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরা কর্মে ফিরেছেন। তবে এখনো ১৫টি পোশাক কারখানা বিভিন্ন কারণে বন্ধ আছে।বৃহস্পতিবার (৩ অক্টোবর ) সকাল সাড়ে ১২ টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন।
সাভার ও আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। তবে কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে ও বকেয়া বেতনের জন্য কারখানা বন্ধ আছে। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।তবে বেশ কয়েক পোশাক কারখানার নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়ন আছে বলে জানান তিনি।