রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকা: সাভারে হত্যা মামলার আসামি ইয়াদুলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানা পুলিশ আমিনবাজার বড়দেশী পশ্চিম পাড়া গ্রামের মৃত আনছার আলী ওরফে বোচা মিয়ার ছেলে যুবলীগের সক্রিয় কর্মী ইয়াদুলকে গ্রেফতার করে।
জানাগেছে, আমিনবাজার ইউনিয়ন যুবলীগ নেতা রাজু আহমেদ শ্যামলের অন্যতম সহযোগী এই ইয়াদুল। সে আমিনবাজার এলাকায় কাঁচাবাজার, ফুটপাত, ট্যাক্সী ষ্ট্যান্ড থেকে প্রতিদিন চাঁদাবাজি করতো। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত থাকারও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই ফয়সাল আলম জানায়, গ্রেফতারকৃত ইয়াদুল গত সেপ্টেম্বর মাসে সাভার মডেল থানায় বাদী বাচ্চু সরকারের দায়েরকৃত ২৭ নং হত্যা মামলাসহ একাধিক মামলার আসামী। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।