সাভারে নিরাপদ খাদ্য,উন্নত স্বাস্থ্য”এ শ্লোগানকে ধারন করে ভেজালমুক্ত খাদ্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্পের আয়োজনে আজ বুধবার ঢাকা আরিচা মহাসড়কের সাভার বাসষ্ট্যান্ডে অনুষ্ঠিত এ মানববন্ধনে ছাত্র-ছাত্রী,শিক্ষক,সাংবাদিক,সরকারি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরতসহ নানা শ্রেনী পেশার কয়েক শহ মানুষ অংশ গ্রহন করেন। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন,অবিলম্ভে ভেজাল খাদ্য বন্ধ না করা হলে মানব সমাজের সমুহ ক্ষতি হবে। তাই বাচঁতে হলে সবার আগে ভেজাল খাদ্য বন্ধ করতে হবে। যারা খাদ্যে ভেজাল করে। তারা দেশ ও জাতির শত্রু। খাদ্যে ভেজাল রোধ করতে কঠিন আইন প্রণয়নের দাবি করেন নেতৃবৃন্দ্ব। বক্তারা আরও বলেন খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এ আন্দোলনে সকল শ্রেনী পেশার মানুষকে অংশ নিতে হবে। সবাইকে কঠোর হতে হবে। নইলে দেশ ও সমাজ থেকে ভেজাল খাদ্য দুর হবে না।মানববন্ধনে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস ঢাকা অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা ও উদ্যোম প্রকল্প ইনচার্য ফরিদ আহম্মেদ খান,সাংবাদিক নজমুল হুদা শাহীন,মিন্টু আগষ্টিন হালদার,জন সুমন রোজারিও,শাখাওয়াত হোসেন, রাজ রোস্তম ও আবদুর রাজ্জাক,কামরুল ইসলাম,দশম শ্রেনীর ছাত্রী সিনথিয়া ইসলাম,গৃহিনী সোনিয়া দাসসহ আরও অনেকে।