রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ সাভারে ব্র্যাক কর্তৃক রোডম্যাপ টু ডিপার ফাইন্যান্সিয়াল এমপাওয়ারমেন্ট ফর আরএমজি (RMG) ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকা জেলার সাভার উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার। প্রকল্প অবহিতকরণ করেন ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ মাহফুজুল আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাভার উপজেলা সমাজ সেবা অফিসার কে. এম. শহিদুজ্জামান।প্রকল্পটি মূলত নারী গার্মেন্টস কর্মীদের উপরেই ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। কারণ এই শ্রেণীর নারীরা তাদের মাসিক বেতন মোবাইল ওয়ালেটে পান। নারীদের ডিজিটাল আর্থিক সেবাগুলিতে অংশগ্রহণ বাড়ানো এবং আরএমজি সেইয়ে লিঙ্গ বৈষম্য হ্রাস করার জন্য এই প্রকল্পটি ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এই প্রকল্পটি নিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারী গার্মেন্টস কর্মীদের আর্থিক লেনদেন ও সেবা প্রদানের সহায়তার পাশাপাশি অর্থ সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারের একটি সহজ নিরাপদ এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করবে।এই প্রকল্পটি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে নারী গার্মেন্টস কর্মীদের আর্থিক লেনদেন ও সেবা প্রদানের সহায়তার পাশাপাশি অর্থ সংরক্ষণ, পরিবহন ও ব্যবহারের একটি সহজ নিরাপদ এবং সাশ্রয়ী বিকল্প হিসেবে কাজ করবে। ব্ল্যাক মাইক্রোফাইন্যান্স যে ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে তা নারীদের জন্য ডিজিটাল উপায়ে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করবে এবং আয়কৃত অর্থকে সঠিক ব্যবস্থাপনা করতে এবং তাদের আর্থিক শিক্ষার পরিধি বাড়াতে সাহায্য করবে।
যা পরবর্তীতে সমাজে তাদের আর্থিকভাবে সাবলম্বী করে তুলতে সহায়ক হবে। এছাড়াও বিভিন্ন প্রকাশনা ও আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে এই অভিজ্ঞতা থেকে অর্জিত শিক্ষা উন্নয়মূলক কার্যক্রম সম্পাদনকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়া। প্রশিক্ষণ, আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে আরএমজি প্রতিষ্ঠানের নারীদের সেবা প্রদানে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সুযোগ ও উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম তরফদার, ব্র্যাকের ডিভিশনাল ম্যানেজার সানজি মনি, জেলা সমন্বয়ক ব্র্যাকের সহ-ডিভিশনাল মো: বজলুর রসিদ প্রমুখ।