প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৭:০৯ অপরাহ্ণ
সাতক্ষীরার দেবহাটায় ৫ ইউনিয়ানে ২০০০ কৃষক পেলেন বিনামূল্যের সার ও বীজ
সাতক্ষীরার দেবহাটায় ৫ ইউনিয়ানে ২০০০ কৃষক পেলেন বিনামূল্যের সার ও বীজ
শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা দেবহাটা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ ইউনিয়নে দুই হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।( ৬ ই নভেম্বর) বুধবার সকালে এই উদ্বোধন করা হয়। এদিন সরিষা, শীতকালীন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
দেবহাটা উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শওকাত ওসমান কৃষি সহকারী অফিসার বৃন্দ ছাড়াও বিভিন্ন কৃষকেরা। উপজেলা কৃষি অফিসার জানান, উপজেলার ৫ টি ইউনিয়নে রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে দুই হাজার কৃষকের মধ্যে বিভিন্ন প্রকারের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.