শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাব এর সাংবাদিকের সাথে কুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকায় সময় প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাব এর সভাপতি ডা: অহিদুজ্জামান এর সভাপতিত্বে সাধারন সম্পাদক ওমর ফারুক মুকুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাড: জাহাঙ্গীর কবির বাবু। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি কখনও সাংবাদিকদের পেশাগত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে অবিচল থাকবে। আমরা দলের পক্ষ থেকে আপনাদেরকে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সহযোগিতা করব। নিজেরা অসৎ হলে অন্যের অসৎ কাজের সমালোচনা করা যায় না। আপনাদের সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, প্রকৃত সাংবাদিক হতে হবে। এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, আরো বক্তব্যে রাখেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবলু শেখ, দেবহাটা উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি গোলাম রসুল খোকন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, দেবহাটা উপজেলা তাঁতী দলের আহবায়ক হিরন কুমার মন্ডল ও সদস্য সচিব আবীর হোসেন লিয়ন,ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক তাসকিন আহমেদ শাওন। উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণত সম্পাদক আবু ছালেক,৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল হোসেন ও ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাব এর সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, ক্লাবের ক্রীড়া সম্পাদক রুহুল আমিন মোড়ল, সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু, বজলুর রহমান ও আক্তার হোসেন।