শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধিঃ মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে তথ্যমেলা-২০২৪ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রথমে দুর্নীতিবিরোধী র্যালি অনুষ্ঠিত হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের পাকাপোল সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে গিয়ে শেষ হয়।
এরপর আনুষ্ঠানিকভাবে শান্তির প্রতীক বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক, সাতক্ষীরা হেনরী সরদার, সনাক, সাতক্ষীরা প্রফেসর বাসুদেব বসু অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, প্রফেসর আব্দুল হামিদ আহবায়ক তথ্য মেলা উদযাপন কমিটি ও সদস্য, সনাক, সাতক্ষীরা কাজী শফিকুর রহমান, কো অর্ডিনেটর সিভিক এনগেজমেন্ট, টিআইবি, ঢাকা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, যুব সংগঠন প্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।