মাহাবুব সুলতান, স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করায় তিনজন গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে।
মারধরের স্বীকার গ্রাম পুলিশরা হলেন উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হান্নান শেখ (৫২), ৬ নং ওয়ার্ডের শাহাদাত খন্দকার (৫০) এবং ৮ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ইমন খন্দকার (২৫)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) উপজেলার মধুর নাগরার কেড়ানি ব্রীজ সংলগ্ন পূর্ব পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গ্রামপুলিশ শাহাদাত খন্দকার (৫০) বাদী হয়ে শুক্রবার ১৮ ই অক্টোবর সকাল ৮টায় দিকে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং১২/১৭৪.
সরকারি কাজে বাধাদান ও মারধর কারিরা হলেন মিজানুর রহমান (৫০), সোনাবান বেগম(৪৫), আয়শা খানম (২৫), ছলেমন জিরুল্লা(৪৫), মাসুদ (২৪) সহ অজ্ঞাত নামা ২/৩ জন। সরকারী কাজে বাধা প্রদান, হত্যার উদ্দেশ্যে মারপিট, চুরি ও হুকুম প্রদান সহ হুমকি প্রদর্শনের অপরাধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে আজ শুক্রবার ১৮ই অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত জাল জব্দ করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেফতার করার সর্বপ্রকার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।