মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর)প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘু শব্দটিতে বিশ্বাস করে না। ’সব ধর্ম বর্ণের মানুষের পাশে আছে বিএনপি। আগামীতেও থাকবে। যে যেই ধর্মেরই হোক, সবাই বাংলাদেশি। আমাদের সবারই সমান অধিকার। শুক্রবার রাত সাড়ে নয়টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এর আগের দিন বিকালে তিনি নগরকান্দা বাজার সর্বজনীন দুর্গামন্দির, গাংজগদিয়া সর্বজনীন দুর্গামন্দির, ট্রলারঘাটা দুর্গামন্দির, মধ্যজগদিয়া দুর্গামন্দির, বালিয়া ডা. রনদা প্রসাদ সাহার বাড়ি দুর্গামন্দির, চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দির, বাউতিপাড়া দুর্গামন্দির, সোনাখোলা দুর্গামন্দির, তালমা বাজার দুর্গামন্দির, কাঠিয়া কালিবাড়ী দুর্গামন্দির ও লস্করদিয়া বাজার সর্বজনীন দুর্গামন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন। পূজা মন্ডব পরিদর্শন কালে তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে শারদীয় শুভেচ্ছা জানাতে এসেছি। আমার পিতা মরহুম কেএম ওবায়দুর রহমান আজীবন আপনাদের পাশে ছিল, আমিও আপনাদের পাশে আছি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ-সভাপতি মাহবুব আলী মিয়া, আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, বদরুজ্জামান তারা মোল্লা যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ প্রমুখ।