প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ১:২১ অপরাহ্ণ
লামা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সাচিং প্ররু জেরী
লামা উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সাচিং প্ররু জেরী
লামা প্রতিনিধি: শনিবার, ২ নভেম্বর ২০২৪ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রাম ঐতিহ্য ও গৌরবের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লামা উপজেলা যুবদলের নেতাকর্মীদের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বান্দরবান জেলা তাঁতি দলের সংগ্রামী যুগ্ন আহ্বায়ক রাজপথের লড়াকু সৈনিক স্বৈরাচার ফ্যাসিস্ট আ.লীগ সরকারের আতংক সাইফুল ইসলাম হারুন ও লামা উপজেলা সভাপতি মোঃ ফজর আলী, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক সুহেল, লামা উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক (তামিম) লামা পৌর তাঁতীদলের নেতাকর্মীরা সহ যৌথভাবে এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় সাইফুল ইসলাম হারুন, ফজর আলী, ইদ্রিস আহম্মেদ ও এমদাদুল হক তামিম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের রাজনৈতিক কর্মকান্ডে নেতৃত্ব বিকশিত করার লক্ষ্যে। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক প্রতিকূলতা, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার আন্দোলন সংগ্রামে রাজনৈতিক নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের ভূমিকা ছিলো প্রশংসনীয় অবদান । তাই প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদেরকে শপথ নিতে হবে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং নির্দলীয়—নিরপেক্ষ ও একটি সুষ্ঠু নির্বাচন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। আর সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পরতে হবে। সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.