মো:শফিকুল ইসলাম বান্দরবান প্রতিনিধি: লামায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসন মো: কামরুল হাসান চৌধুরী ৩ নভেম্বর (রবিবার) দুপুর ১ টায় এ অভিযান পরিচালিত হয়।
এসময় নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে ও ট্রেড লাইসেন্স নবায়ন বিহীন ব্যবসা পরিচালনা করায় পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী লামা বাজারের ৮ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায় লামা বাজার ব্যবসায়ীদের সর্বমোট ১৭ হাজার ৫ শত' টাকা জরিমানা আদায় করা হয়।অভিযান পরিচালনায় ছিলেন বাজার মার্কেটিং অফিসার মোঃ বোরহান উদ্দিন, পৌরসভার লাইসেন্স পরিদর্শক তানফিজুর রহমান, নুর মোহাম্মদ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।