ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক (রাসূল (সা.) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সাংসদ নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
আলফাডাঙ্গা যুব সমাজ ও ওলামায়ে মাশায়েকগণের আয়োজনে উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার অংশ গ্রহনে ১লা অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় আলফাডাঙ্গা চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আলফাডাঙ্গা পৌরসভার সদ্য সাবেক মেয়র আলী আকসাদ ঝন্টুর সভাপতিত্বে ও আলফাডাঙ্গা কওমী ওলামা পরিষদের উপদেষ্টা তামিম আহমেদ মিলনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন আলফাডাঙ্গা কওমী ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা আহসানুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব নূর জামাল খসরু, জামাতে ইসলামের মাওলানা হুসাইন আহমেদ, আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি কুতুবউদ্দিন ফরিদী, হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা আজিজুল্লাহ, মাওলানা আমিনুল্লাহ, মাওলানা আঃ করিম মাওলানা ইলিয়াস, মোঃ শরিফুল ইসলাম, যুব সমাজের পক্ষে মোঃ রহমত, মোঃ শরিফুল ইসলাম, প্রমুখ।
সমাবেশে বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর বিরুদ্ধে কুটুক্তি করে বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ নবীপ্রেমিক হিসাবে মুসলমানদের অন্তরে আগুন জালিয়ে দিয়েছে। এই কটুক্তির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কটুক্তিকারীর ফাঁসি দাবী করেন।