ড. মো. নুরুল ইসলাম বাংলাদেশের Information Science and Library Management একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। বর্তমানে তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (IIUC) গ্রন্থাগার ও তথ্য বিভাগে উপপরিচালক এবং একই বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের একজন Faculty Member হিসেবে দায়িত্ব পালন করছেন। তাছাড়াও তিনি থাইল্যান্ডের Shinawatra University Research Fellow হিসেবে যুক্ত আছেন।
ড. ইসলাম তার একাডেমিক ও পেশাগত জীবনে অবদানের জন্য সুপরিচিত। তিনি ২০২৪ সালে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের তথ্য ব্যবস্থাপনা স্কুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা বিষয় ছিল "ডিজিটাল ট্রান্সফরমেশন অব সার্ভিসেস।" এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তথ্য ও প্রযুক্তি ব্যবস্থাপনায় তার বিশেষজ্ঞ জ্ঞান তাকে বৈশ্বিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন এবং বিশ্বের প্রখ্যাত প্রতিষ্ঠানগুলোতে তার গবেষণা উপস্থাপন করেছেন। তার প্রবন্ধগুলো স্কোপাস এবং ওয়েব অব সায়েন্সে অন্তর্ভুক্ত হয়েছে। তথ্য ব্যবস্থাপনা, ডিজিটাল গ্রন্থাগার, Big data, এবং AI ব্যবহার বিষয়ে তার কাজগুলো বিশেষভাবে প্রশংসিত।
পেশাগত জীবনে ড. ইসলাম প্রযুক্তিনির্ভর গ্রন্থাগার সেবা উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। তিনি কেবল প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী নন, বরং একজন দক্ষ প্রশাসক এবং গবেষণার ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারার উদাহরণ। IIUC-তে গ্রন্থাগার অটোমেশন প্রকল্পের তত্ত্বাবধান থেকে শুরু করে, আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রশিক্ষণে তার অবদান অনস্বীকার্য।
বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে তার অবদান কেবল পেশাগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। সামাজিক কর্মকাণ্ডে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিভিন্ন দাতব্য সংস্থার সাথে যুক্ত রয়েছেন। তার এই বহুমুখী প্রতিভা ও অবদানের জন্য তিনি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।
আমরা তার অসাধারণ জীবনের গল্প এবং অবদানের জন্য গর্বিত এবং তার মতো একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্বকে আমাদের সঙ্গে পেয়ে ধন্য।