মোহনগঞ্জে সড়ক দুর্ঘটনায় সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু
রেজুয়ান হাসান জয়,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে একটি অটোরিকশার নীচে চাপা পড়ে ঝিনুক মিয়া (১০) নামে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাতটার দিকে মোহনগঞ্জ-মদন সড়কের বাখরপুরের মোড় নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ঝিনুক মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মেদিপাথরকাটা গ্রামের রুকেল মিয়ার ছেলে এবং সে সহিলদেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী ছাত্র।
পুলিশ ও নিহত ওই স্কুল ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, মেদিপাথরকাটা গ্রামের রুকেল মিয়ার স্ত্রী ঝর্না আক্তার মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে তাঁর ছেলে ঝিনুক মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেড় হয়ে একটি অটোরিকশা যোগে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রীবাহী ওই অটোরিকশাটি পথে বাখরপুরের মোড় নামক স্থানে গিয়ে উল্টে সড়কের নিচে পড়ে যায়।
এসময় অটোরিকশাটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশু ঝিনুক মিয়া। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে মা-ছেলে দু’জনকেই উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক ঝিনুক মিয়াকে মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশাটি উল্টে যাওয়ার সময় নিহত শিশুটির মা ঝর্ণা আক্তার অটোরিকশা থেকে ছিটকে দূরে পড়ে গিয়ে প্রাণে বেঁচে যান।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, মূলত রাস্তার বাঁক ঘুড়ানোর সময় অটোরিকশাটি উল্টে গিয়ে এ দূর্ঘটনাটি ঘটেছে। তবে নিহতের পরিবার ও স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।