মেঘনা ।।জালাল উদ্দীন আহমদ।।
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
-
২৬
বার পঠিত
মেঘনা
।।জালাল উদ্দীন আহমদ।।
হৃদয় ছুঁয়ে যায় মেঘনার শীতল হাওয়া
অবারিত জল নেই তবু মমতায় ছাওয়া
দূর বহুদূর, স্মৃতির শরত বুকের গহীনে
নিমেষেই গাঁথে ফুল মননে সূতা বিনে।
কতোবার দেখা তার মনে নেই এতটুক
মায়াজাল জলে জলে ভেসে ওঠে সুখ
ছাড়াছাড়ি ব্যথাবুক শুধু ছেড়ে যাওয়া
অনন্তে কলগান চাওয়া কাছে পাওয়া।
মেঘনার তীরে উঠে যত জল ঢেউয়ে
মিলনের তৃষ্ণা জাগে মনো বাঁশি গেয়ে
ওগো নদী, চিনেছ কি? এই সনাতনে
মিলেমিশে একাকার ছিনু রেনু বনে।
একে ছেড়ে অপরে, খুঁজি অবিরাম
শহর বন্দর পেরিয়ে গ্রামের পর গ্রাম
এই দেখা কতশত আনন্দ বিরহে ঠাঁসা
জনম জনমে গড়া, যাওয়া আর আসা।
এই ক্যাটাগরির আরও খবর