ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের নবীন বরণ ২০২৪ অনুষ্ঠিত
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ২০২৪ আজ ২৭শে নভেম্বর বুধবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ সভাপতি অএ কলেজ গভর্নিং বডি মোঃ মোখতার আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার, ময়মনসিংহ, সদস্য কলেজ গভর্নিং বডি, মোহছিনা খাতুন। বিশিষ্ট ব্যবসায়ী ও সদস্য কলেজ গভর্নিং বডি সায়েদুজ্জামান শরীফ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ড.এ. কে এম আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ।