মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি ময়মনসিংহের ত্রিশাল থানাধীন বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে থেকে ২১৩ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারী পুরুষ ০১ ও নারী ০১ কে গ্রেফতার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ র্যাব-১৪, সিপিএসসি, একটি আভিযানিক দল আজ ১৫ ডিসেম্বর ২০২৪ রবিবার সকাল অনুমান ৭টায় ভালুকা থানাধীন ভরাডোবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের নিশিন্দা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বিএসবি স্পিনিং মিলস্ এর সামনে অভিযান পরিচালনা করে হাবিব আহম্মেদ (২৬), পিতা-মোঃ আক্কাস আলী, সাং-বকশিমইল, থানা-মোহনপুর, জেলা-রাজশাহী, মোছাঃ রুমা (৩৫), পিতা-রফিজ উদ্দিন, সাং-মকসপুর, থানা-ত্রিশাল, জেলা-ময়মনসিংহদ্বয়কে ২১৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১,৩০,০০০/- টাকা। এ ঘটনায় ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়েরর্পূবক আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে। মোঃ নাজমুল ইসলাম, পিপিএম-সেবা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে স্বাক্ষরিত প্রেস বিঞ্জপ্তি মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।