মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ পুলিশ সুপারের কার্যালয়, শেরপুর-এর সম্মেলন কক্ষে ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর/২০২৪ মাসের মাসিক ও ৩য় ত্রৈমাসিক (জুলাই- সেপ্টেম্বর) অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, ড. মো: আশরাফুর রহমান।
ডিআইজি অত্র রেঞ্জের বিভিন্ন ধরনের অপরাধ পর্যালোচনা করেন এবং ইউনিট প্রধানদেরকে অপরাধ প্রশমনের ক্ষেত্রে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন, সম্পত্তি সংক্রান্ত অপরাধ, চোরাচালান, মাদক এর মত অপরাধগুলো সমাজ থেকে দূর করার জন্য চার জেলার এসপি বিট পুলিশিং কার্যক্রম, মোবাইল পেট্রোলিং , রাত্রিকালীন চেকপোস্ট বৃদ্ধি করার মাধ্যমে এনফোর্সমেন্ট তরান্বিত করার নির্দেশনা দেন। এ সময় তিনি ইউনিট প্রধানদেরকে অপরাধ নিয়ন্ত্রণের ছাত্র-জনতা ও স্থানীয় অংশীজনদের সহোযোগিতা নিয়ে আরও তৎপর হওয়ার নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), সৈয়দ আবু সায়েম বিপিএম-সেবা; অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এ্যান্ড অপস্), মোঃ শরিফুর রহমান বিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, জনাব মোঃ আজিজুল ইসলাম [অতি. ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত]; পুলিশ সুপার (অপারেশনস্), মোঃ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজম্যান্ট), মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, জামালপুর, সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা; পুলিশ সুপার, নেত্রকোণা মির্জা সায়েম মাহমুদ পিপিএম-সেবা; পুলিশ সুপার, শেরপুর, মোঃ আমিনুল ইসলাম; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- ময়মনসিংহ,খন্দকার খালিদ বিন নুর; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- নেত্রকোণা, জান্নাত আফরোজ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- শেরপুর আব্দুল্লাহ আল মাহমুদ; কমান্ড্যান্ট (এসপি), আইএসটিসি- জামালপুর, মোঃ সালাহ উদ্দিন তালুকদার; রেঞ্জ ডিআইজির কার্যালয় ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম ম্যানেজমেন্ট), মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার( অপারেশনস্), মোঃ মেজবাহ উদ্দিন; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান সহ অত্রাফিস ও শেরপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
উক্ত সভায় জুম ক্লাউড এ্যাপস্ এর মাধ্যমে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত ডিআইজি (কমান্ড্যান্ট),২- এপিবিএন, মুক্তাগাছা; অতিরিক্ত ডিআইজি, এটিইউ, ময়মনসিংহ ডিভিশন; পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, ময়মনসিংহ রিজিওন; পুলিশ সুপার,পিবিআই ময়মনসিংহ; পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশ-৫, ময়মনসিংহ; পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, ময়মনসিংহ; রেঞ্জাধীন জেলা সমূহের অতিরিক্ত পুলিশ সুপার/ ক্রাইম অ্যান্ড অপস্/ ডিএসবি, সকল সার্কেল অফিসার, কোর্ট পুলিশ পরিদর্শকগণ।
এসময় সেপ্টেম্বর/২৪ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরুপ বিশেষ পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মহোদয়। পুরস্কার প্রাপ্তরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ, এম. এম. মোহাইমেনুর রশিদ পিপিএম; পুলিশ পরিদর্শক(নিঃ), মোঃ শফিকুল ইসলাম খান, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; পুলিশ পরিদর্শক (নিঃ), জনাব মির্জা মাজহারুল আনোয়ার, অফিসার ইনচার্জ, গৌরীপুর থানা, এসআই(নিঃ), মোঃ আনোয়ার হোসেন ও এসআই(নিঃ), মোঃ ইকবাল হোসেন পিপিএম, কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ; এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম, গৌরীপুর থানা, ময়মনসিংহ।
এর আগে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরের নবনির্মিত কনফারেন্স কক্ষের শুভ উদ্বোধন করেন।