মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর উদ্যোগে ফুটবল প্রতিযোগিতা ২০২৪ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ২০নভেম্বর বুধবার বিকালে পলিটেকনিক ইনস্টিটিউট হোস্টেল মাঠে এই ফুটবল প্রতিযোগিতা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ শওকত হোসেন।
কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহের পরিচালক সুলতানা রাজিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । উক্ত ফাইনাল খেলায় পাওয়ার টেকনোলজিদল বিজয়ী দল ইলেক্ট্রো মেডিসিন দল রানার আপ নিবাচিত হয়। খেলোয়ারদের মধ্য টফি বিতরণ করা হয়। উক্ত খেলায় পাওয়া টেকনোলজি বিভাগের সি আই মঞ্জুরুল ইসলাম,কম্পিউটার বিভাগের সিআই মোঃ হযরত আলীসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।