মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে গ্র্যান্ড মাস্টার প্যারেড আজ ২৪নভেম্বর রবিবার সকালে অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মো: আশরাফুর রহমান। পরিদর্শন শেষে ডিআইজি তার বক্তব্যে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে অফিসার ও ফোর্সদের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে নির্দেশনা প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড পরিদর্শনের জন্য ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এম এম মোহাইমেনুর রশীদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ।
জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ( পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), আফরোজা নাজনীন, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল), মোঃ মাকসুদুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), সাগর সরকার, সহকারী পুলিশ সুপার, (হালুয়াঘাট সার্কেল), তাহমিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (এসএএফ) সহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ।