ময়মনসিংহ গফরগাঁও সড়কের ড্রাম ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫)নামে এক অন্তঃসত্ত্বা সিএনজি যাত্রী নিহত ও শিশুসহ ৫জন আহত হয়েছে। আজ ২০অক্টোবর সোমবার বেলা ১১টার সময় ময়মনসিংহ গফরগাঁও সড়কের সুতিয়াখালী ফুলপুর এলাকায় এ দুর্ঘটনাটির ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় নিহত অন্তঃসত্ত্বা সাদিয়া আক্তার গফরগাঁও থেকে সিএনজি যোগে সিজারিয়ান অপারেশন করার জন্য ময়মনসিংহে যাওয়ার কালে এ দুর্ঘটনা ঘটে। সুতিয়াখালী ফুলপুর এলাকায় সিএনজি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সাথে সি এন জি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অন্তঃসত্ত্বা সাদিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও আরো পাঁচজন গুরুতর আহত হন। আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নিহত সাদিয়া আক্তার ময়মনসিংহ জেলার গফরগাঁও পৌরসভার ইমামবাড়ী এলাকার তামিমের স্ত্রী। আহতগন হলেন ৫বছেরর ১জন শিশু, আনন্দমোহন সরকারি কলেজের শিক্ষক আরিফ বিল্লাহ রাহাত , স্কুল শিক্ষক ফজলে রাব্বি ও সিএনজি চালক। নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আহতগন চিকিৎসাধীন আছেন। পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক মোহাম্মদ শফিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।