প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:২১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৮:৪৭ অপরাহ্ণ
ময়মনসিংহ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
ময়মনসিংহ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা অনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কল্যাণ সমিতির মাসিক সভা আজ ২৩নভেম্বর শনিবার সকাল ১১ টায় ময়মনসিংহ শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক ব্রহ্মপুত্র ভেলিতে অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি নেত্রকোণা জেলার অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মালবিকা ভৌমিক সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উক্ত সভা সঞ্চালন করেন সমিতির সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার ত্রিশাল,ময়মনসিংহ একেএম আখতারুজ্জামান কালাম।
সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হজরত আলী, উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন,উপজেলা শিক্ষা অফিসার কবি আব্দুল মজিদ,উপজেলা শিক্ষা অফিসার আতাহার আলী,উপজেলা শিক্ষা অফিসার আবুবকর সিদ্দিক,উপজেলা শিক্ষা অফিসার জিএম এনামুল হক,উপজেলা শিক্ষা অফিসার আপ্তাব উদ্দিন-২, উপজেলা শিক্ষা অফিসার মোজাম্মেল হক কাজল,উপজেলা শিক্ষা অফিসার শহীদুল্লাহ,সহকারী মনিটরিং অফিসার মোকবুল আহাম্মদ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার অজিত কুমার দত্ত,সহকারী উপজেলা শিক্ষা অফিসার সুনীল দাস প্রমূখ অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ। সভায় সর্বসম্মত সিদ্বান্ত মোতাবেক আগামী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার জামালপুর জেলার লুইছ ভিলেজ সহ জামালপুর জেলার দর্শনীয় স্থানে শীতকালীন ভ্রমনে যাওয়া হবে। সভার শুরুতে সমিতির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মলিনাদে,অবসরপ্রাপ্ত সহকারী উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারা খাতুন ও অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হালিম খান এর সহোদর ভাই উপজেলা শিক্ষা অফিসার নোয়াখালী সদর উপজেলায় কর্মরত সিদ্দিকুর রহমান খানের মৃত্যুতে শোক প্রস্তাব সর্বসম্মতক্রমে গৃহীত হয়।এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.