ময়মনসিংহে ভ্যাট সপ্তাহ দিবস উপলক্ষে আলোচনা সভাঅনুষ্ঠিত
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ভ্যাট দিব জনে জনে,অংশ নিব উন্নয়নে” এই শ্লোগানে ময়মনসিংহে সপ্তাহ ব্যাপী ভ্যাট দিবস পালিত ও ভ্যাট সপ্তাহের কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত ভ্যাট সপ্তাহ পালনের জন্য আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় ময়মনসিংহ শহরের টাউনহলস্থ অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালা উদ্দিন রিপন।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ.এম সাব্বির আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহম্মেদ, কর অঞ্চল ময়মনসিংহ এর কর কমিশনার অঞ্জন কুমার সাহা।
বক্তারা বলেন,জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান এদেশে নতুন আলোর সূচনা হয়েছে । প্রতিটি ক্ষেত্রে মানুষ খুঁজছে মুক্তির উপায়। সময় এসেছে আবার নতুনভাবে স্বপ্ন দেখার,পুরনো ব্যক্তি কেন্দ্রিক অচলায়তন ভেঙে সুশাসন, ন্যায় ভিত্তিক সমাজ ও পরিবেশ তৈরি হয়েছে। ফলে রাজস্ব প্রশাসন কাঙ্ক্ষিত রাজস্ব আহরণে নির্ভীক ও সচেষ্ট। দেশের অর্থনীতি শক্তিশালী ও সমৃদ্ধ করতে হবে। তাই সর্বস্তরে কর সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের ত্যাগকে সম্মান জানিয়ে আমাদের সকলকে ভালোবেসে কর দিতে হবে। ভ্যাট সপ্তাহ উপলক্ষে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ও অফলাইনে ভ্যাট আদায় করবে ময়মনসিংহের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা থেকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান , বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।